info@demomail.com +91 95 6464 7492

মিনহাজ উদ্দিন মোহাম্মাদ শফী

সম্পাদক- চাঁদপুর আলিয়া একাডেমী কর গালা'স সম্পাদক- চাঁদপুর আল-আজিজ ওয়েলফেয়ার ট্রাস্ট

প্রিয় সুধী,


আস-সালামু আলাইকুম।

মহান আল্লাহর সাহায্য আর মানুষের ভালোবাসাকে সম্বল করে "চাঁদপুর আলিয়া একাডেমী ফর গার্লস” অষ্টম বর্ষে পদার্পণ করল। আমরা সাধারণ মানুষ হলেও সমাজের প্রতি অনেকটাই দায়বদ্ধ। সেই দায়িত্ববোধ থেকেই প্রতিটি সন্তানকে দেশের সুনাগরিক এবং আদর্শ ও মূল্যবোধসম্পন্ন মানুষে পরিণত করাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্যে পৌঁছাতেই মরহুম সমাজসেবী ও শিক্ষাসেবী জনাব আলহাজ্ব মোহাম্মাদ শফিকুর রহমান সাহেবের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানে বিগত ২০১৮ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণি পর্যন্ত চালু করা হয় এবং বর্তমানে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কলা ও বিজ্ঞান বিভাগ চালু আছে। ২০২৫ শিক্ষাবর্ষের জন্য পঞ্চম থেকে নবম শ্রেণি পর্যন্ত এবং একাদশ শ্রেণিতে বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি প্রক্রিয়া শুরু করা হয়েছ

বর্তমান সময়ে বিশ্বজুড়ে আজ মূল্যবোধ শিক্ষার বড়ই অভাব। আদর্শ ও মূল্যবোধ বর্জিত পাঠ্যক্রমের মাধ্যমে অধিকাংশ আধুনিক শিক্ষায় শিক্ষিতরা সমাজের সম্পদ হওয়ার পরিবর্তে আত্মকেন্দ্রিক মানুষে পরিণত হচ্ছে। আমরা তাই শুরু থেকেই সাধারণ পাঠক্রমের সঙ্গে আদর্শ ও মূল্যবোধের শিক্ষাকে গুরুত্ব দিয়েই সংযোজন করেছি। ইসলামের মৌলিক শিক্ষা ও পবিত্র কোরআন পড়ানোর পাশাপাশি জামাতের সহিত পাঁচ ওয়াক্ত নামাজ সযত্নে আদায় করার ব্যবস্থা করা হয়েছে। কারণ, আধনিক শিক্ষার সঙ্গে যদি ধর্মীয় জ্ঞান ও ধর্মীয় ভাবাবেগ যুক্ত করা যায় তাহলে প্রকৃত শিক্ষিত আদর্শ সু-নাগরিক গড়া সম্ভব হয়।

ছাত্রীদের পাঠ্যক্রমিক কার্যাবলী , সহ-পাঠ্যক্রমিক ও বহিঃ পাঠ্যক্রমিক কার্যাবলীর পাশাপালি ধৰ্মশিক্ষাও জরুরী। কেননা প্রকৃত মানুষ হওয়ার জন্য চাই নীতি ও আদর্শ, তাই আমরা সেদিকেও যত্নশীল। আমাদের বিশ্বাস "চাঁদপুর আলিয়া একাডেমী ফর গার্লস" তার চলার পথ মসৃণ করে নেবে। যদি আপনাদের পূর্ণাঙ্গ সহযোগিতা আমাদের সঙ্গে থাকে। মহান সৃষ্টিকর্তার কর্তার সাহায্যে, আপনাদের ভালোবাসা আর আমাদের নিরলস প্রচেষ্টা দিয়ে সাফল্যের বিষয়ে আমরা আত্মবিশ্বাসী। এই প্রতিষ্ঠান দ্রুত জাতির জন্য জাতীয় প্রতিষ্ঠান হিসাবে আত্মপ্রকাশ করবে ইনশাল্লাহ। (আমিন)