info@demomail.com +91 95 6464 7492
একাডেমীর নিয়মাবলীা

নিয়মাবলী এবং বিধিমাল

  • প্রত্যেক ছাত্রীকে সময়সূচী অনুযায়ী চলতে হবে এবং অবশ্যই জামাতের সঙ্গে নামাজ ও ফজর বাদ কোরান শরীফ পড়তে হবে।
  • বিনা অনুমতিতে কোন ছাত্রী একাডেমী ক্যাম্পাসের বাইরে যেতে পারবে না।
  • ছুটি শেষ হওয়ার দিনে প্রতিটি ছাত্রীকে অবশ্যই একাডেমীতে উপস্থিত থাকতে হবে এবং ছুটির দিন অভিভাবকের উপস্থিতি একান্ত জরুরী।
  • ছুটির পর (বিনা কারণে) উপস্থিত না হলে, প্রতিদিনের জন্য ৫০ টাকা হারে ফাইন দিতে হবে।
  • অভিভাবকদের ঠিকানা পরিবর্তন হলে সঙ্গে সঙ্গে তা একাডেমী অফিসে জানাতে হবে। নিজ ফোন নম্বর অবশ্যই একাডেমীতে দিতে হবে।
  • কেবলমাত্র রবিবার এবং ছুটির দিন (পরিচয় পত্র প্রাপ্ত অভিভাবক-অভিভাবিকাকে) ছাত্রীর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হবে। পরিচবপত্র বিহীন অভিভাবককে প্রবেশ করতে দেওয়া না হতে পারে ে।
  • প্রতি মাসের হোস্টেল চার্জ সেই মাসের প্রথম সপ্তাহের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে।
  • বিশেষ প্রয়োজন একাডেমীর নির্দিষ্ট হেল্পলাইনে অভিভাবকদের টেলিফোন করতে হবে, রবিবার ছাত্রীদের সঙ্গে ফোনে অভিভাবকগণ কথা বলতে পারবেন। পারে।
  • কোনো ছাত্রী দ্বারা যদি প্রতিষ্ঠানের কোন সামগ্রী নষ্ট হয় তাহলে সেই ছাত্রীকেই ক্ষতিপূরণ বাবাদ ফাইন প্রদান করতে হবে। যদি একাধিক বার অনুরূপ কাজ হয় তাহলে তাকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হবে।
  • কোন ছাত্রী মোবাইল ফোন, ভিডিও গেম বা ওই ধরণের কোন ইলেকট্রনিক্স সামগ্রী সঙ্গে রাখতে পারবে না। যদি এ জাতীয় কোন সামগ্রী পাওয়া যায় তা বাজেয়াপ্ত করা হবে এবং বাজেয়াপ্ত সামগ্রী ফেরৎ দেওয়া হবে না। সে ক্ষেত্রে অভিভাবক / অভিভাবিকাগণ কোন প্রকার আবেদন বা আপত্তি করতে পারবেন না।
  • কোন অভিভাবক সরাসরি কোন শিক্ষকের মোবাইলে ফোন করতে পারবে না, মিশনের নির্দিষ্ট নম্বরে ফোন করতে হবে।
  • কোন শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মী সম্পর্কে অভিযোগ থাকলে তা সম্পাদক সাহেবকে লিখিতভাবে বা সম্পাদকের সহিত সাক্ষাৎ করে জানাতে পারবেন, কোন অভিভাবক সরাসরি কোন শিক্ষক, শিক্ষিকা বা শিক্ষাকর্মীর কাছে কৈফিয়ত করতে পারবেন না।
  • অভিভাবকদের কোন অভিযোগ বা পরামর্শ থাকলে লিখিতভাবে তা অফিসে জমা করবেন বা সম্পাদক সাহেবের সঙ্গে পরিস্থিতি অনুযায়ী আলোচনা করতে পারবেন। না।
  • কোন ছাত্রী প্রতিষ্ঠান থেকে পালিয়ে গেলে এ্যাকাডেমী কর্তৃপক্ষ অভিভাবককে ফোনে জানাবেন এবং স্থানীয় থানায় জি. ডি./ মিসিং ডায়েরী/এফ আই আর, করবেন। পরবর্তী কালে সেই আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যে খরচ হবে তা অভিভাবককেই বহন করতে হবে।
  • অভিভাবকগণ রবিবার সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত সময়ের মধ্যে সর্বোচ্চ ২ ঘণ্টা মিশন ক্যাম্পাসে থাকতে পারবেন এবং বিকাল ৪টার পর বিশেষ কারণ ছাড়া কোনো অভিভাবক/অভিভাবিকা এ্যাডাডেমিতে আসতে পারবেন না।
  • এডুকেশনাল ট্যুর এর খরচ অভিভাবকের বহন করতে হবে।
  • রবিবার ছাড়া অন্য কোনদিন বিশেষ প্রয়োজনে কোন অভিভাবক একাডেমিতে আসলে ওয়েটিং রুমে অপেক্ষা করতে হবে, ক্লাস এ বা কোচিং চলাকালীন সাক্ষাৎ করা যাবেনা।
  • বাড়ী থেকে আনা খাদ্য দ্রব্য ওয়েটিং রুমে খাওয়াতে হবে। অভিভাবকগণ বেডরুম/ক্লাসরুমে কোন খাদ্য দ্রব্য নিয়ে যেতে পারবেন না এবং অভিভাবক/অভিভাবিকাগণ ছাত্রীদের বেডরুমে প্রবেশ করতে পারবেন না।
  • কোনো ছাত্রী সহপাঠী বা অন্য ক্লাসের ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করলে তাকে প্রথমে সাবধান করা হবে, সংশোধন না হলে তাকে বহিষ্কার করা হবে।
  • ছাত্রীরা যে বেডরুমে থাকবে তা তাদের নিজেদের পরিষ্কার রাখতে হবে। ঐ রুমের কোনো সামগ্রী ইচ্ছাকৃতভাবে নষ্ট করলে রুমের সকলকেই সেই ক্ষতিপূরণ বাবদ অর্থ বহন করতে হবে।
  • কোনো সরকারী নির্দেশের কারণে যদি প্রতিষ্ঠান বন্ধ রাখতে হয় সেক্ষেত্রে অনলাইনে ক্লাস চলবে এবং তার জন্য সংশ্লিষ্ট ছাত্রীরা মাসিক নির্ধারিত অর্থের ৫০ শতাংশ প্রতিষ্ঠানের এ্যাকাউন্টে জমা করতে হবে।

Academy Contact Info

Vill + P.O: Chandpur, Berachampa-Habra Road, Via Debalaya, P.S- Deganga, North 24 Parganas, West Bengal, Pin 743424

+91 95 6464 7492
+91 74 0712 9590

+91 83 7086 7092

+91 96 0996 9039

Social Info

Admission Now