আমরা শুধু ছাত্রদের শিক্ষা এবং এমন অভিজ্ঞতা প্রদান করি না যা তাদের কর্মজীবনে সফল হতে সাহায্য করে। আমরা তাদের কর্মজীবনে সফল হতে সাহায্য করি—তাদের একটি ক্ষেত্র আবিষ্কার করতে, যা তারা ভালোবাসে এবং তার নেতৃত্ব নিতে উদ্বুদ্ধ করতে।
বিগত ইং- ২০১৮ সালে বিশিষ্ট সমাজসেবী মরহুম আলহাজ্ব মহঃ শফিকুর রহমান সাহেবের অনুপ্রেরণা ও তত্ত্বাবধানে অত্র প্রতিষ্ঠানের নির্মাণকার্য শুরু করে ২০১৯ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে একাদশ শ্রেণী চালু করা হয়। বর্তমানে কলা ও বিজ্ঞান বিভাগ সহ দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠন পাঠন চলছে। চাঁদপুর আলিয়া একাডেমী ফর গার্লসকে চলমান সমাজ জীবনের একটি অভীষ্ঠ হিসাবে গড়ে তোলার নিরন্তন প্রচেষ্টা চলছে। শিক্ষা ব্যতীত কোন জাতির সর্বাঙ্গীন বিকাশ সাধন করা অসম্ভব, তবে সেই শিক্ষা অবশ্যই মূল্যবোধ সম্পন্ন ও কর্মমুখী শিক্ষা হওয়া দরকার। তাই উচ্চশিক্ষিত কিছু সমাজ ও শিক্ষাদরদী বাস্তবনিষ্ঠ মানুষের প্রচেষ্টায় ও পরিশ্রমে গড়ে উঠেছে 'চাঁদপুর আলিয়া একাডেমী ফর গার্লস'। শিক্ষা, স্বাস্থ্য, সাংস্কৃতিক ও মূল্যবোধের মূল্যায়নের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠান তার পথ চলা শুরু করেছে আপনাদের সমর্থন ও গঠনমূলক পরামর্শকে পাথেয় করে।
আমরা মনে করি, আজকের শিশু আগামী দিনের সুনাগরিক। অভিজ্ঞ ও দায়িত্বশীল শিক্ষক-শিক্ষিকা এবং সমাজসেবী মনোভাবাপন্ন কর্মকর্তাগণের তত্বাবধানে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নির্মল শান্ত ও মনোরম পরিবেশে সুন্দরভাবে যোগ্য মানুষ ও সুনাগরিক গড়ে তোলার লক্ষ্যে নিরলস ভাবে পরিশ্রম করে চলেছে।