ভর্তির জন্য নির্দিষ্ট আবেদন পত্রে (application Form) আবেদন করতে হবে।
প্রসপেক্টস সহ ফর্মের দাম ১০০/- (একশ) টাকা।
ছাত্রীদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে।
ভর্তির তারিখ থেকে এক মাসের মধ্যে, সংশ্লিষ্ট ছাত্রের জন্য নিম্নলিখিত ডকুমেন্টস জমা দিতে হবে:
জন্ম সনদ
ট্রান্সফার সার্টিফিকেট
আধার কার্ড
ব্যাংক অ্যাকাউন্ট বিস্তারিত
চারটি পাসপোর্ট সাইজ ছবি
স্কলারশিপ আইডি
ভোটার আইডি কার্ড
আধার কার্ড
আয় সনদ
দ্বিতীয় পিতা-মাতা/অভিভাবকদের দুটি ছবি
ভর্তি ফর্ম পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে উপলব্ধ, যার একটি তালিকা প্রদান করা হয়েছে।
ছাত্রীদের শারীরিক তথ্য ও চিকিৎসা সংক্রানত:
ছাত্রী ভর্তির সময় অভিজ্ঞ MBBS চিকিৎসকের থেকে সংশ্লিষ্ট ছাত্রীর মেডিকেল রিপোর্ট সহ ব্লাড গ্রুপ ও যদি কোন জটিল আহরীরিক সমস্যা থাকে তা অবগত করতে হবে।
হার্ট / লাঙ্গস সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সংশ্লিষ্ট ছাত্রীকে ভর্তি নেওয়া হবে না। যদি কোনো অভিভাবক / অভিভাবিকা ভর্তির সময় এ সংক্রান্ত তথ্য গোপন করে ও পরে তা প্রকাশ পায় তাহলে সংশ্লিষ্ট ছাত্রীকে প্রতিষ্ঠান থেকে ডিসচার্জ করা হবে।
কোনো ছাত্রী অসুস্থ হলে এ্যাকাডেমির পক্ষ থেকে প্রাথমিক ও প্রয়োজনীয় চিকিৎসা করা হবে। যার খরচ অভিভাবক/অভিভাবিকাকে বহন করতে হবে।
দুঃস্থ মেধাবী ছাত্রী ভর্তির নিয়মাবলী:-
দুঃস্থ অথচ মেধাবী ছাত্রীদের মেধার ভিত্তিতে প্রতি বছর কিছু আসন সংরক্ষণ থাকবে যা একমাত্র সম্পাদকের বিবেচনাধীন, সেক্ষেত্রে ভর্তির আবেদনের সময় সত্যতা ও সততার পরিচয় দিতে হবে। অসত্য প্রমাণিত হলে অভিভাবককে সম্পূর্ণ খরচ প্রদান করতে হবে।
Academy Contact Info
Vill + P.O: Chandpur, Berachampa-Habra Road, Via Debalaya, P.S- Deganga, North 24 Parganas, West Bengal, Pin 743424